এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম: গতকাল রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর একক খেলায়, ফাইনালে স্বাগতিক নীলফামারীকে হারিয়ে রেঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে জেলা পুলিশ কুড়িগ্রাম দলের কনস্টেবল/৪৯৪ মোঃআহসান হাবিব।
গতবার ডাবলে চ্যাম্পিয়ন ছিল কুড়িগ্রাম।
বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম ডিআইজি, রংপুর রেঞ্জ।