ফারুক আহমদ বিশ্বনাথ থেকে: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে সিলেট জেলার বিশ্বনাথে আনজুমানে আশিকানে মোস্তফা (স:) ও এলাকাবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল দোয়া ও মুবারক র্যালি সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৩০ অক্টোবর ২০২০ ইং সকাল ৯ ঘটিকায় আনজুমানে আশিকানে মোস্তফার কার্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়ে দোয়ার মাধ্যমে র্যালীর কার্যক্রম শুরু হয়। সালাত-সালাম ও নাতে রাসূলের সুমধুর সুর লহরিতে স্তানীয় প্রীতিগন্জ বাজার, পরগনা বাজার ও লামাকাজী বাজারের পশ্চিম পারের রোড প্রদক্ষিন করে কার্যালয়ে এসে মিলাদ মাহফিল ও দোয়া সম্পন্ন হয়।
সংস্তার সভাপতি মাওলানা আব্দুল করিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়েজীদ আহমদ এর পরিচালনায় মাহফিল শুরু হয় ।
এসময় উপস্তিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল (এমএ) মাদ্রাসার স্বনামধন্য আরবী প্রবাসক মাওলানা মুনির উদ্দিন, সুনামগন্জ জেলা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক ও ছাতকের কালারুকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, লামাকাজী ইউনিয়ন আল ইসলাহর কর্মী ও ইছালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, শানে মোস্তফা সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ছালিক আহমদ, শালিশ ব্যাক্তিত্ব মো:আব্দুল গফুর, আব্দুল মতিন কালা, রফিক আহমদ, হাজরাই আতাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: জামাল উদ্দিন, কাবিলপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শহিদুল আলম, দুর্লভপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান,
অত্র সংস্তার সহ সভাপতি তারেক আহমদ, বিলাল আহমদ, মাওলানা ফেরদৌস আহমদ, হাবিবুর রহমান,কোষাদক্ষ জামাল আহমদ, প্রচার সম্পাদক ইউসুফ আলী সুজন, সাংগঠনিক সম্পাদক শফিক খাঁন, সদস্য জয়নাল আবেদীন , ওয়াছির আলী, মারজান আহমদ, বখতিয়ার মেম্বার, আব্দুল সালামসহ প্রমুখ ।
দোয়া ও মিলাদ পাঠ করেন অত্র সংস্তার প্রতিষ্ঠাতা সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসর প্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আলহাজ শফিকুর রহমান ।