আব্দুল হালিম,উপজেলা প্রতিনিধি বিশ্বনাথ: আজ ২০ডিসেম্বর(রবিবার) বিকাল ৪ঘটিকার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার বৃহত্তর প্রীতিগন্জ বাজারস্ত আনজুমানে আশিকানে মুস্তফা সাঃ পরিষদের কার্যালয়ে ২০২১ইং সনের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।।
আনজুমানে আশিকানে মুস্তফা সাঃ পরিষদের সভাপতি মাওঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদ এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন – আমি সত্যিই আনন্দিত এ জন্য যে, আপনারা একঝাক নবি প্রেমিক সমাজের উন্নয়নে সেবামূলক বহু কাজ করছেন। যার অন্যতম আজকের এই নতুন বছরের ক্যালেন্ডারের মূড়ক উন্মোচন। আমি আশাবাদী এই পরিষদ ইসলামিক রীতিনীতির উপর অটল থেকে বহুদূর এগিয়ে যাবে
।তিনি এই পরিষদের উত্তর উত্তর সফলতা কামনা করে দোয়া করেন।।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের রাখালগন্জ আলিয়া মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল গনী,দূর্লভপুরী হুজুর রহঃ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদকও বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল হালিম
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাজিদুর রহমান সেজু,দূর্লভপুরী হুজুর রহঃ স্মৃতি সংসদ এর সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সাজ্জাদ মিয়া পরিষদের অফিস সম্পাদক মোঃ আব্দুল ফাত্তাহ নোমান ১নং লামাকাজী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আল ইসলাহ র সম্পাদক মোঃ রায়হান আহমেদ, পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু বকর, সদস্য মোঃ আব্দুস সালাম, আবদুল আমিন সহ আরও প্রমুখ।।