মির্জা মাহমুদ হোসেন রন্টু নড়াইল : আধুনিক নড়াইল পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন ক্রীড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু । তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহা সচিব,বাংলাদেশ ভলিবল ফেডারেশণ ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক । বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর দুপুরে বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়াম থেকে কয়েকশ মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে এ প্রচার অভিযান শুরু করেন। শোভাযাত্রাটি নড়াইল পৌরসভার কলেজ এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে আশিকুর রহমান মিকু বলেন, আমি নড়াইল পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়তে চাই। বিগত দিনে আপনারা সবই দেখেছেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নড়াইল পৌসভার জন্য সঠিক মনে করেন, তাহলে নৌকা প্রতিক নিয়ে আমি জয়লাভ করবো ইনশাল্লাহ,এবং নড়াইল বাসীকে আধুনিক পৌরসভা উপহার দেবো।
উল্লেখ্য, আশিকুর রহমান মিকুর পিতা মরহুম মুন্সি ওয়ালিউর রহমান অবিভক্ত বাংলার সংসদ সদস্য, বৃহত্তর যশোর জেলার চেযারম্যান ও আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন। আগামী ৩০ জানুয়ারী তৃতীয় ধাপে নড়াইল সদর ও কালিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। #