বার্তা বিভাগঃ
যুক্তরাজ্য প্রবাসী ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, দানবীর সেলিম জে আহমেদ এর দ্বিতীয় পুত্র আদিয়ান সুলতান আহমদের চতুর্থ জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
পহেলা ফেব্রুয়ারী ২০২২ ইং রোজ মঙ্গলবার আদিয়ান সুলতান আহমদ এর তিন বছর পূর্ণ হল। সে চতুর্থ বছরে পা রেখেছে। ব্যবসায়িক ব্যস্ততার জন্য পরিবার কর্তৃক ১লা ফেব্রুয়ারীতে তার জন্মদিনের অনুষ্ঠান না করে তিন দিন পরে গতকাল স্বল্প আকারে বৃটেনের সোয়ানিজ মাসালা রেস্টুরেন্টে পার্টি করে তার জন্মদিন উৎসব উদযাপন করা হয় বলে জানা গেছে ।
আদিয়ান সুলতান আহমদ এর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দেশ বিদেশে অবস্থানরত সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নেক দোয়ার আরজি করেছেন পিতা মাতা।
( আদিয়ান সুলতান আহমদ এর চতুর্থ জন্মদিন উপলক্ষে এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা, শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তার দীর্ঘায়িত জীবন ও একজন পরোপকারী, সৎ, নির্ভীক মানুষ হিসেবে এই পৃথিবীতে বেচে থাকুক বহুকাল এমনটাই প্রত্যাশা করা হয়েছে)।