রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারীর সাবেক ইউপি সদস্য মোঃ এমদাদুল হক মিন্টু (৪৫) কে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (০৮/০৫/২০২৩) রাত সাড়ে ৯টায় লালমনিরহাট থেকে তাকে আটক করা হয়। তিনি ৪নং সারপুকুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন সারপুকুর ইউপির খারুভাজ মৌজার মোঃ এমদাদুল হক মিন্টু(সাবেক ইউপি সদস্য)(৪৫), পিতা- মৃত গোলাম রব্বানী এর বসতবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ (সাত) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল পোয়া যায়। বাড়ির মালিক ১.এমদাদুল হক মিন্টু( ৪৫ ) এর স্ত্রী ২। আনোয়ারা বেগম(৪০), সাং- খারুভাজ, থানা- আদিতমারী,জেলা- লালমনিরহাটে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার কৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং- ১২, তারিখ- ০৮/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ১৪ (খ)/৪১ রুজু করা হয়। আসামীকে আগামীকাল বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, তার নামে আরো অনেক জুয়া খেলা সহ মৌখিক অভিযোগ রয়েছে। মঙ্গলবার ০৯/০৫/২০২৩ খ্রিঃ, মে সকালে তাকে লালমনিরহাটে আদালতে প্রেরণ করা হবে।