মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্বঘোষিত (আজ ১লা এপ্রিল) পুর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
গত ২৮ শে মার্চ হেফাজাতে ইসলাম বাংলাদেশের হরতাল চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম এ গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবসে ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে ১৭ জনকে শহীদ করার প্রতিবাদে এবং ৬ দফা দাবি মেনে নেওয়ার দাবিতে এ গণ সমাবেশ হওয়ার কথা ছিল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম ও উত্তরের সভাপতি হাফেজ মাওলানা অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ জানান বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আজকের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে,
নেতৃদ্বয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ৬ দফা দাবি মেনে নিয়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ।