আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ আগামীকাল ১৪ ফেব্রুয়ারি-২০২১ রোজ রোববার অনুষ্ঠিত হবে দেশের ৫৫ টি পৌরসভার ন্যায় সাতক্ষীরা পৌরসভার নির্বাচন।
উক্ত পৌর নির্বাচনে প্রার্থীরা বিজয়ী হতে নিদিষ্ট সময় পর্যন্ত ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে গেছেন।
ইতিমধ্যে প্রার্থী ও তার সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেছেন।
কে হবে পৌর মেয়র, কে হবেন সংরক্ষিত নারী কাউন্সিলর বা কে হবেন সাধারণ কাউন্সিলর? সর্বস্তরে এনিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা।
প্রার্থীরা চাচ্ছেন ভোট আর ভোটার চায় উন্নয়ন।
ভোটাররা চায় বর্ষা মৌসুমে এলাকা জলবদ্ধতা মুক্ত হোক। তারা চায়না জুতা হাতে রাস্তায় পায়ের গোড়ালি ডুবিয়ে ড্রেনের দূষিত ময়লা- আবর্জনা সহকারে চলতে।
এমনও দেখা যায় রাস্তার উপর এবং বাড়ির উঠানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ড্রেনের ময়লা আবর্জনা। আর এমনটি কোন ভোটারের কাম্য নয়?দেশের সকল নাগরিক চায়, তারা সু নাগরিক হিসেবে ন্যায্য অধিকার পাক।
কেউ চায়না তার অধিকার থেকে সে বা সবাই বঞ্চিত হতে।
সবাই চাই সুষ্ঠু নির্বাচন আর নির্বাচনে বিজয়ী প্রার্ধী যেই হোক সে যেন নীতিগত ভাবে তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে, এটাই সকলের কাম্য।
বিগত ২০১৫ সালে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের সময় ভোটার ছিলো ৭৯ হাজার ৬ হাজার ৩৪ জন।
এর মধ্যেে ৫১ হাজার ৬শ ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনে (ধানের শীষ প্রতীক) নিয়ে বিএনপির প্রার্থী তাজকিন আহমেদ চিশতি ১৬ হাজার ৪শ ৭০ ভোট পৌর মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পাটির (লাঙ্গল প্রতীক) প্রার্থী শেখ আজহার হোসেন পেয়েছিলেন ১২ হাজার ৮শ ৭৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু ১২ হাজার ৫শ ৩২ ভোট পেয়ে ৩য় অবস্থানে ছিলেন এবং আওয়ামীলীগের (নৌকা প্রতীক) নিয়ে মোঃ সাহাদাৎ হোসেন ৯ হাজার ৭২ ভোট পেয়েছিলেন।
এবার ২০২১ সালে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৮৯ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন। মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি’র মনোনীত প্রার্থী বর্তমান মেয়র তাজকিন আহমেদ চিশতি, জামায়াত মনোনীত জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাছিম ফারুক খান মিঠু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. এস.এম মুসতাফীজ উর রউফ।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১২ জন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫৮ জনসহ মোট ৭৫জন প্রার্থী।
আগামীকাল ১৪ ফেব্র্রুুয়ারি,-২০২১ ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সাতক্ষীরা পৌরসভার নির্বাচন। নির্বাচন নিয়ে প্রার্থী সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে নানা জল্পনা কল্পনা চলে আসছে।
কে এবার পৌর মেয়ার হবে? কে হবে সংরক্ষিত নারী কাউন্সিলর বা কে কে হবে স্ব স্ব এলাকার কাউন্সিলর। সকল জল্পনা কল্পনার অবসান হবে নির্দিষ্ট ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যা রাত পর্যন্ত। তার পরই জানা যাবে কে হলো সেউ কাঙ্ক্ষিত বিজয়ী।কার কার গলে উঠবে সেউ বিজয় মাল্য।
তবে সাধারণ ভোটাররা চায় যেই কাউন্সিলর হোক বা মেয়র হোক সে যেন তাদের ন্যার্য অধিকার পাইয়ে দেয়। স্ব স্ব এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও কাউন্সিলরদের তাদের প্রয়োজনে যেনো পাশে পায়। এমনটি হলে সবাই সুনাগরিকের অধিকার ফিরে পাবে।
এটাই হোক যেই নির্বাচিত হোক তাদের অঙ্গিকার।
তারা যেন ভোটারদের দেয়া আশা আকাঙ্খা পূরণ করতে পারে এবং তার যেনো বঞ্চিত না হয়।