জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৩.০৫.২০২৩ মঙ্গলবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অস্ত্র ঠেকিয়ে দুই কিশোরকে বলৎকার করলেন ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্ত। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহলের কালিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান অভিযুক্ত ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে ভুক্তভোগী এক কিশোরের দাদা শামসুল হক বাদী হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্ত (৩০) উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি এবং পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক ব্যবসা,চুরি ও মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার পূর্ব পানিমাছকুটি গ্রামের নিজ বাড়ীতে জয়ন্ত দুই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে অস্ত্রের ঠেকিয়ে জিম্মি করে বলাৎকার করে। নির্যাতনের শিকার ওই দুই কিশোর বর্তমানে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের একজন উপজেলার কুঠিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয় ও অপর জন ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত জয়ন্তকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।