এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- করোনায় কর্মহীন শ্রমজীবী অসহায় মানুষের পাশে কুড়িগ্রাম প্রেসক্লাবের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।
ইতিমধ্যে দেড়শতাধিক পরিবারকে খাদ্যসহায়তা, ৫২ জনকে চিকিৎসা সহায়তা সহ মাক্স, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। প্রেসক্লাবের এই মানবিক উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন অমর্ত্য ফাউন্ডেশন। পাঁচশত টাকায় এক পরিবারের এক সপ্তাহের খাবার। অমর্ত্য ফাউন্ডেশনের এ আয়োজনটি ব্যাপক সাড়া ফেলেছে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব সিনিয়র সাংবাদিক রাজু মোস্তাফিজের তত্বাবধানে সাংবাদিকরা বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন সহায়তা উপহার। কুড়িগ্রাম শহরের মন্ডল পাড়া, তালতলা ও ধরলা নদীর পাড় ও সওদাগর পাড়া গ্রামে চারকেজি চাউল,দুই কেজি আলু,এককেজি ডাল,তেল ও মিষ্টি কুমড়া মিলে একটি প্যাকেট ভর্তি খাবার অভাবী শ্রমজীবী মানুষজনের কাছে বিতরণ করা হয়।
অসহায় মানুষের সহায়তা করোনাকালীন এই সংকট সময়ে কুড়িগ্রাম প্রেসক্লাব যেভাবে অসহায় মানুষ কে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন তা বিরল। এই সেবা সহায়তা চলমান রাখার দাবি জানিয়ে জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরন্নবী খন্দকার বাবলা বলেন প্রেসক্লাবের উদ্যোগে অর্মত্য ফাউন্ডেশন যে উপকার করলো তা অনেক দিন মনে রাখবে কুড়িগ্রাম বাসী।