মামুন রহমান, যশোরঃ “মানুষ মানুষের জন্য” একটু কি সহানুভুতি কি পেতে পারে না অসহায় গৃহবধু মালেকা বেগম?
যশোর চৌগাছা উপজেলার নগর বর্ণী বৃত্তিপাড়ার অসহায় মালেকা বেগম। স্বামী মোঃ ইসলাম আলী মন্ডল পেশায় একজন দিন মজুর। বেশকিছু দিন ধরে তার পায়ে গ্যাংরিলের কারনে মাংসপেশীতে পচন লেগে আছে।
এজন্য তার পরিবার সহায় সম্বল বিক্রি করে এ পর্যন্ত তাঁর চিকিৎসা করিয়েছেন। তার একটি পা কেটে বাদ দেওয়া হয়েছে তবে পা টি পুরোপুরি এখনও ভাল হয়নি। বর্তমানে অর্থের অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছেন না মালেকা বেগম।
এমতাবস্থায় তার পরিবার অসহায় হয়ে পড়েছে। তার পরিবারের পক্ষে মালেকা বেগম স্বামীর চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। একটি হুইল চেয়ার সহ প্রয়োজনীয় ঔষধ পত্র কিনার জন্য নিজ নিজ সাধ্যানুযায়ী যে কেউ নিম্নের ঠিকানায় সহযোগিতা করতে পারেন।
‘আমাদের ক্ষুদ্র অবদান বাঁচাতে পারে একটি প্রাণ‘ সাহায্য পাঠানোর ঠিকানাঃ– রকেটঃ +88017288050721 পার্সোনাল বিকাশঃ +8801772093674 পার্সোনাল।
সৌজন্যেঃ- চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন।