মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনা মহামারীতে (কভিড-১৯) মৌলভীবাজার শহরে ভবঘুরে, ঠিকানাহীন, গৃহহীন অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর শাখা।
বুধবার (২১জুলাই) (ঈদের দিন) রাতে শহরের বেশ কয়েকটি এলাকায় ঘুরে এসব অনাহারী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর শাখার সভাপতি আফছার ইবনে রহিম, মৌলভীবাজার জেলা যুব দলের আইন বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, জেলা যুব দলের সদস্য জুবায়ের আহমদ, স্বাস্থ্য সহকারী শিপন আহমেদ জাফরি, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা তালামীযের সাধারন সম্পাদক শেখ মাছুম সিদ্দিকী ,শহর তালামীযের সাংগঠনিক সম্পাদক, ইফতেকার কামাল কয়েছ, তথ্য প্রযুক্তি সম্পাদক ইসতিয়াক কামাল সাকিব প্রমুখ।