ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা (ইনক)। যার ধারাবাহিকতায় সংগঠনটি পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রাখতে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কে এম টিলার বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত আছাব উদ্দিনের পরিবারের হাতে এবার তুলে দেন একটি নতুন ঘরের চাবি। উল্লেখ্য গত বছরের বন্যায় আছাব উদ্দিনের ঘর পানিতে তলিয়ে যায়। আছাদ উদ্দিনের পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।
৩১ মার্চ শুক্রবার বিকেলে জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার সহ-সভাপতি লোকমান হোসেন লুকু’র সভাপতিত্বে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফি হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী। জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার বাংলাদেশের সমন্বয়কারী রেখন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ইউপি সদস্য লিপন আহমেদ খান, কবিরুল ইসলাম তফাদার, সমাজসেবক রুহেল হাসান, প্রমুখ।
এ সময় আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিরা। ইনকের সহ সভাপতি তার বক্তব্যে বলেন – জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা (ইনক) শুধু বন্যায় ক্ষতিগ্রস্ত নয়, দেশের যেকোনো দূর্যোগের সময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। প্রধান অতিথি গুফরান আহমদ চৌধুরী বলেন, আমরা সবাই যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। পাশাপাশি আমাদের দান – সাদকা যেন আল্লাহর জন্য হয়। সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।