সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ
‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” এই শ্লোগানকে লালন করে অসহায়দের মধ্যে নলকূপ প্রদান করেছে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
১৭ মার্চ ২০২২ ইং রোজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোয়াইন ঘাট উপজেলার নয়া গ্রামের ইসমাঈল আলীর বাড়ীতে নলকূপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক আলতাফুর রহমান, এআরইটি টিভির পরিচালক মাওলানা এমদাদুল হক যুবায়ের।
এটি হলো আর- রাহমান এডুকেশন ট্রাস্টের টিউবওয়েল প্রজেক্টের ২৯ তম টিউবওয়েল প্রদান। নলকূপ প্রাপকরা যাদের অর্থায়ন ও সহযোগিতায় এই নলকূপ পেয়েছেন তাদের জন্য মহান মাবুদের কাছে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেছেন।
