ফারুক আহমদ,বিশ্বনাথ থেকেঃ
‘অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের ২৮০টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে বিশ্বনাথ পৌরসভার অলংকারী গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়িতে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সিতার মিয়া, সংগঠক শাহিন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন অলংকারী জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদ খান রাসেল এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরামের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল। বিতরণকৃত ঈদের খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল ৮ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, ময়দা ১ কেজি, লাচ্ছি ১ প্যাকেট।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি দিলাল উদ্দিন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক নবীন সোহেল, আওয়ামী লীগ নেতা মন্তাজ আলী, সংগঠক আমির উদ্দিন, তৌফিকুল ইসলাম সাহেদ, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, মাহবুব আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply