শাহিন উদ্দিন:
বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার বশির উদ্দিন নির্বাচিত হওয়ার পর ১ম বরাদ্দে ১১ লক্ষ টাকার কাজ পেয়েছেন। ওয়ার্ডের বেতসান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেতসান্দি (মোড়) সিএনজি স্ট্যান্ড পর্যন্ত ১৪ শত ফুট পাকা রাস্তার রিপিয়ারিং কাজ করা হবে এই বরাদ্দ থেকে।
গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে পূর্ব নির্ধারিত একটি সাক্ষাতে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিনের সাথে টেংরা বার্তাকে মেম্বার বশির উদ্দিন এই তথ্যটি জানিয়েছেন।
সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খাঁনের বরাদ্দ ( কাবিকা ) প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হয়েছেন মেম্বার বশির উদ্দিন।
মেম্বার বশির উদ্দিন জানান, এই বরাদ্দটি হচ্ছে বর্তমান এই পরিষদের মধ্যে সবচেয়ে বড় বরাদ্ধ।এর চেয়ে বড় বরাদ্ধ বর্তমানে এখনো পর্যন্ত অলংকারি ইউনিয়ন পরিষদে আসে নাই। নির্বাচিত হওয়ার পর এটাই তার ১ম কাজ বলে জানিয়েছেন মেম্বার বশির উদ্দিন টেংরা বার্তকে। সেই জন্য তিনি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।
নিয়ম অনুয়ায়ী এই ১১ লক্ষ টাকার বরাদ্ধটি দুইটি প্রকল্পের অধীনে কাজ হবে। দু’টি প্রকল্পের চেয়ারম্যান হচ্ছেন অত্র ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন।
আর প্রতি প্রকল্পে সরকারি নিয়ম অনুয়ায়ী বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫জন করে সদস্য রয়েছেন। প্রকল্পের চেয়ারম্যান মেম্বার বশির উদ্দিন জানান, সরকারী বিধি মোতাবেক ১১ লক্ষ বরাদ্দটির টাকা ৩টি ধাপে তার হাতে হস্তগত হবে। প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই একটি ধাপ, কাজের মধ্যখানে একটি ধাপ ও কাজ শেষ হওয়ার পরে ৩য় নাম্বর ধাপ।
মেম্বার বশির উদ্দিন জানিয়েছেন, গত ২ নভেম্বর বৃহস্পতিবার বিধি অনুয়ায়ী ১ম ধাপের ৩ লক্ষ ৬৬ হাজার টাকা তার হাতে নগদ হস্তগত হয়েছে এবং টাকা গুলো বর্তমানে তার কাছে জমা রয়েছে।
তিনি তার ওয়ার্ডবাসীকে অবগত করে ও ওয়ার্ডবাসীর দোয়া নিয়ে প্রকল্পের কাজটি সূচনা করবেন বলে টেংরা বার্তাকে জানিয়েছেন এবং ওয়ার্ডের সর্বস্হরের অধিবাসীদের সাহায্য ও সহযোগিতা চান মেম্বার বশির উদ্দিন।
তিনি বলেন, ওয়ার্ডবাসী আমাকে খুবই আশাকরে নির্বাচিত করেছে। তাদের ঋণ শোধ করার মত সাধ্য আমার নেই। তবে সততা ও ভালবাসা দিয়েই ওয়ার্ডবাসীর পাশে থাকাই আমার জীবনের সিদ্ধান্ত।
জনগণের এক টাকা এদিক সেদিক যাতে নায় হয় এবং আমানতে টাকা আমার কাছ থেকে যাতে কোনো চাতুরীর মাধ্যমে অন্য কেউ লুঠে না নিতে পারে সেদিক থেকেই আমি খুবই সচেতন এবং জীবন দিয়ে হলেও আমার উপর অর্পিত আমানত রক্ষায় সত্যের উপর আমি অটল থাকবো ইনশাআল্লাহ।
মেম্বার বলেন, হাশরের ময়দানে এই আমানতের হিসাব পাই পাই করে মহান আল্লাহর কাছে আমাকে দিতেই হবে। আমানতের খিয়ানতকারী হিসাবে আমি যেন সেদিন ধরা না খাই এমন দোয়া চান ওয়ার্ডবাসীর কাছে নবনির্বাচিত মেম্বার বশির উদ্দিন।
ওয়ার্ডবাসীকে সাথে নিয়েই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন বিকশিত করার আপ্রাণ প্রচেষ্ঠা অব্যাহত রাখবেন বলে টেংরা বার্তাকে জানিয়েছেন তিনি। পরিশেষে টেংরা বার্তকে আন্তরিক ধন্যবাদ জানান বশির উদ্দিন।