ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় অবৈধ কোরবানীর পশুর হাট উচ্ছেদ করেছে থানা পুলিশ।
আজ শনিবার (১৬ জুলাই) বিকাল ৫ টায় স্হানীয় উপজেলার প্রিতিগন্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান’র নির্দেশে এসআই অরুপ সাগর এর নেতৃত্বে একদল পুলিশ বাজারে রেল লাইনের উপর গড়ে উঠা অবৈধ কোরবানীর পশুর হাট উচ্ছেদ করে।
প্রশাসনের নির্দেশে এসময় বাজার কমিটির সভাপতি মো. আব্দুল গফুর কোরবানীর (পশু) গরুর মালিকদের বলে তাৎক্ষনিক বাজার থেকে অন্যত্র চলে যাবার নির্দেশ দিলে বিক্রেতারা গরু নিয়ে বাজার থেকে চলে যান।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান’র সাথে কথা হলে তিনি বলেন অবৈধ ভাবে গড়ে তোলা হাঠ-বাজার গুলো কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, যদি কোথাও অবৈধ হাট বাজার বসে তাহলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এর যথাযত ব্যবস্হা নেওয়া হবে।