ডেস্ক:
ভারতের অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায় ওষুধ কারখানায় বিস্ফোরণ এবং অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫ তে পৌঁছল। ওই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন। এতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনাকাপল্লে জেলার অচ্যুতপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ওই বেসরকারি ওষুধ কারখানায় প্রায় হাজার খানেক কর্মী কাজ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২১ আগস্ট ) দুপুর ২টা ১৫ মিনিটে হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে কারখানা সংলগ্ন এলাকা। বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায় কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা । জেলাশাসক বিজয় কৃষ্ণণ সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪০ একর এলাকা জুড়ে এই কারখানায় বুধবার (২১ আগস্ট ) দুপুরে শিফটে ৩৮১ জন কর্মী কাজ করছিলেন। বয়লারের কোনও রাসায়নিকের মিশ্রণ থেকে বিস্ফোরণ হয় বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের।