বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্ধকারে লাইটপোস্ট স্থাপন করা হয়েছে।
আজ ১৪ এপ্রিল উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুর, ভাটগাঁও, নুরপুরের রাস্তায় অন্ধকার স্থানে এসব লাইট স্থাপন করা হয়। এসব লাইট পোস্ট স্থাপনের ফলে রাত্রীকালীন পথচারীদের চলাচলের সুবিধা ও অন্ধকার তাড়িয়ে আলোর ব্যবস্থা করায় অনাকাঙ্খিত অনেক ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এশার নামাজ পড়তে মসজিদে যাওয়া মুসল্লীদের জন্য এই লাইটিং ব্যবস্তা উপকারী হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করা হয়।
যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজ সেবক আহমেদ সেলিমের ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে সারা বছরব্যাপী সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন, গৃহ নির্মাণ অনুদান, বিবাহ অনুদান, টিউবওয়েল, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা সহ ধারাবাহিক এসব কাজের জন্য ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এই সংগঠনটি। অন্ধকারে আলোর ব্যবস্তা করার নতুন এই উদ্যোগটি বাস্তবায়ন করাতে স্থানীয় উপকারভোগীরা ট্রাস্টের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাস্টের চেয়ারম্যান সমাজ সেবক আহমেদ সেলিম বলেন, আগামীতে এই কর্মসূচি অব্যাহত থাকবে। এলাকায় যেখানে প্রয়োজন হবে সেখানে এধরণের লাইটপোস্ট স্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন।