মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলার ৬নং যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ও বাংলাদেশ আওয়ামী লীগ খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক) মোঃ আনিসুর রহমানের পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যান কে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা, যোগীপোল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে ইউনিয়নের প্রায় সকল সদস্যদের লিখিত অভিযোগের শুনানি শেষে গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার পল্লী ও সমবয় মন্ত্রণালয় কর্তৃক চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্প-২ আওতায়, জমি আছে ঘর নাই প্রকল্পে অনিয়ম, ভিজিডি কার্ড সহ সরকারি অনুদানের তালিকায় অনিয়ম, ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স এবং বিভিন্ন আয়ের উৎসে অনিয়মের অভিযোগে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সহ মোট ১২ জনের মধ্যে ১০জন সদস্য এক যোগে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ০৪/০৬/২০২০ তারিখে লিখিত অনাস্থা দেয়, অনাস্থা প্রস্তাবের শুনানি শেষে দিঘলিয়া উপজেলা খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পত্র প্রেরণ করা হয়।
স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় গত ১০ ডিসেম্বর এ বিষয়টা নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম ২১/১২/২০ তারিখে চেয়ারম্যানের পদ টি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।