মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি: যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ইজি বাইকের লাইসেন্স বাতিল, এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে খুলনা সিটি কর্পোরেশন(কেসিসি) যানবাহন লাইসেন্স শাখা। আজ ৫ জানুয়ারী মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সম্প্রতি কিছু ইজিবাইক চালক যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় করছে এবং অধিক ভাড়া আদায়ের কারণে সম্প্রতি কিছু ঘটনার উদ্ভব হচ্ছে। বেশি ভাড়া আদায় করা হলে কর্পোরেশন থেকে ইজি বাইক লাইসেন্স বাতিল করা সহ আইন অনুযায়ী শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সকল ইজিবাইক চালককে আইন মেনে গাড়ি চালনা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।